অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি ১৫ দিন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১:১৮ পূর্বাহ্ণ

সারা দেশের অধস্তন আদালতগুলোতে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। আগে এ ছুটি নির্ধারণ করা হয়েছিল ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তা বাতিল করা হয়েছে। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন দেওয়ানী আদালতগুলোতে ২০২০ সালের ডিসেম্বর মাসের ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো। ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগে প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমালো সুপ্রিম কোর্ট প্রশাসন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...