সেনাপ্রধানের কোনো ফেসবুক আইডি নেই: আইএসপিআর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ৩:০৬ পূর্বাহ্ণ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।প্রকৃত পক্ষে সেনাপ্রধানের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্ট বা আইডি নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাপ্রধানের নামে ভুয়া আইডি খুলে বিভ্রান্তিকর প্রচার দেখে রোববার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সেনাবাহিনী প্রধান কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না।

আইএসপিআর এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্যাবলী মিথ্যা হিসেবে ধরে নিতে সবাইকে অনুরোধ জানিয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...