কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ

কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

রোববার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কাইয়ুম।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘তার (টোকন ঠাকুর) বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছিল আদালত। তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা কোর্ট থেকে আমাদের কাছে পৌঁছলে আমরা পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে কোনো তথ্য আমাদের জানা নেই।’

জানা গেছে, কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পান টোকন ঠাকুর। অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনো উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়। সেই মামলায় তিনি গ্রেপ্তার হলেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...