মৌলভীবাজারে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আব্দুল মুক্তাদির

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১:১৭ পূর্বাহ্ণ

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সরকারের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সৈয়দ আবদুল মুক্তাদিরকে মৌলভীবাজারের তার নিজ এলাকায় চিররিদ্রায় শায়িত করা হয়েছে।
তার প্রথম নামাজে জানাজা ঢাকা ও সিলেটের বিশিষ্টজনদের অংশগ্রহণে মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বরইউরির উদ্দেশ্য হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে যাওয়া হয়। দুপুর ১ টার দিকে মৌলভীবাজার স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে মরদেহ গ্রহণ করেন মরহুমের ভাগ্নে স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদসহ স্বজনরা। এরপর বাদ আছর মৌলভীবাজার শহরের হযরত শাহ মোস্তফা (রহ) এর মাজার সংলগ্ন ঈদগাহে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার চূড়ান্ত গন্তব্য সদর উপজেলার অফিসবাজার সংলগ্ন বরইউরি গ্রামে নিয়ে যাওয়া হয়। যে গ্রামে জন্ম এবং দুরস্ত শৈশব-কৈশরকাল কেটেছে তার। বাদ মাগরির সর্বশেষ নামাজে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে চিরদিনের জন্য সমাহিত করা হয়।
সোমবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকায় বসবাসরত সিলেটি কমিউনিটির জ্যেষ্ঠ নেতা সৈয়দ আবদুল মুক্তাদির। মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। অত্যন্ত সদালাপি এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সৈয়দ আবদুল মুক্তাদিরের বেড়ে ওঠা সিলেট শহরে। ছাত্রজীবনে (৬০-এর দশকের প্রারম্ভে) ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এমসি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। কর্মজীবনের শুরুতে করেছেন শিক্ষকতা। মৌলভীবাজার সরকারি কলেজে যোগদানের মধ্য দিয়ে কর্মে পদার্পণ করা সৈয়দ মুক্তাদির পরবর্তীতে পকিস্তান ট্যাক্সেশন সার্ভিসে চলে যান। স্বাধীনতা উত্তর টিএন্ডটি বোর্ডের সদস্য, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। নীতির প্রশ্নে আপসহীন, আজীবন সংগ্রামী মানুষটি ক্ষমতার অন্দরমহল দেখেছেন চাকরি জীবনের সূচনাতেই। কিন্তু এসব তাকে টানেনি। মাত্র ৪৫ বছর বয়সে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তারপর থেকে সমাজসেবায়। মাঝখানে কিছুদিন পরামর্শক হিসাবে কাজ করেছেন একাধিক প্রতিষ্ঠানে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদেও ছিলেন। তবে সমাজসেবাকে বাদ দিয়ে নয় বরং এটাই ছিল তার জীবনের ব্রত।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...