বাংলাদেশে আসবেন এরদোয়ান: ড. মোমেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ৫:৫৩ অপরাহ্ণ

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠক করেন।
করোনা পরিস্থিতি ভালো থাকলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘করোনা পরিস্থিতি ভালো থাকলে তিনি (এরদোয়ান) আসবেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

‘তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন ডি-৮ এর শীর্ষ সম্মেলন অথবা মুজিববর্ষের বড় অনুষ্ঠানের সময়ে তিনি ঢাকা আসবেন’ যোগ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তুরস্কে বাংলাদেশের নিজস্ব দূতাবাস তৈরি হয়েছে। সেটি উদ্বোধনের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওলু যেকোনো সময়ে ঢাকায় আসবেন।

বুধবার তুরস্কের রাষ্ট্রদূত বিভিন্ন মেডিকেল সামগ্রী বাংলাদেশকে উপহার দিয়েছেন। কভিড-১৯ মোকাবিলায় এর আগে তুরস্ক তিনবার বাংলাদেশের জন্য মেডিকেল সামগ্রী পাঠিয়েছিল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...