ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ৮:৩০ অপরাহ্ণ

আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফর করবে ভারতীয় ক্রিকেট দল। করোনার কারণে দুই দলের এই সিরিজটি নিয়ে বেশ ধোঁয়াশা থাকলেও পরে তা কেটে যায়। বুধবার বিরাট কোহলিদের সফরটি পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে থাকছে ৪টি টেস্ট।

ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। তিনটি ওয়ানডেই দিবারাত্রির। ২৭ নভেম্বর প্রথম ম্যাচ হবে সিডনিতে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ নভেম্বর। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২ ডিসেম্বর। ভেন্যু ক্যানবেরার মানুকা ওভাল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও হবে মানুকা ওভালে, ৪ ডিসেম্বর। ৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচ হবে সিডনিতে। একই ভেন্যুতে ৮ ডিসেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে টেস্ট সিরিজ। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ শুরু ১৭ ডিসেম্বর। অ্যাডিলেডে ম্যাচটি হবে দিবারাত্রির। ভারতীয় ক্রিকেট দল দেশের বাইরে দিবারাত্রির টেস্ট খেলবে এই প্রথম।

বক্সিং ডে-তে শুরু সফরের দ্বিতীয় টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্নে। তৃতীয় ম্যাচ খেলতে সিডনি উড়ে যাবেন ভারতীয়রা। চিরাচরিত স্পিন সহায়ক সিডনি, নাকি একেবারে অন্য রূপে ধরা দেবে ওই পিচ? উত্তর জানা যাবে আগামী বছরের ৭ জানুয়ারি। সে দিন থেকেই শুরু তৃতীয় টেস্ট।

৬৯ দিনের দীর্ঘ সফরে ভারতের চতুর্থ ও শেষ ম্যাচ হবে ব্রিসবেনে, ১৫ জানুয়ারি।

১০ নভেম্বর আইপিএল ফাইনাল। এরপরই ভারতীয় ক্রিকেটাররা উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। প্রথমেই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে তাদের। তবে কোয়ারেন্টাইনের সময়ে অনুশীলনও করবে তারা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...