সব
আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের ছয় দিন আগে বুধবার ডেলাওয়ার অঙ্গরাজ্যে আগাম ভোট দিলেন বাইডেন। ডেলাওয়ার বাইডেনের নিজের অঙ্গরাজ্য। বাইডেনের আগে গত শনিবার আগাম ভোট দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল ভোট দেওয়ার আগে বাইডেন বলেন, তিনিসহ অন্য ডেমোক্র্যাটরা আশা করছেন, নির্বাচনে জয়ী হবেন। কারণ, তারা অবস্থার বদল করতে পারবেন।
বাইডেন বলেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে প্রথম দিন থেকেই করোনা মোকাবিলা করবেন। তবে বাইডেন এই বলে সতর্কও করেছেন, করোনা মহামারি শেষ করার জন্য কোনো ‘ম্যাজিক সুইচ’ নেই। আমি জিতলেও এই মহামারির অবসান ঘটাতে অনেক পরিশ্রম করতে হবে।
বাইডেন বলেন, আমি একটি সুইচ টিপে এই মহামারি শেষ করতে সক্ষম হওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। কিন্তু আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিতে পারি তাহলো, আমরা সঠিক কাজটি প্রথম দিনই শুরু করব। আমাদের সিদ্ধান্ত হবে বিজ্ঞান অনুযায়ী।
Developed by:
Helpline : +88 01712 88 65 03