সব
স্বদেশ বিদেশ ডট কম
ফেনীর দাগনভূঞার বসুরহাট রোডে বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিমলাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হসপিটালে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03