লাইভে আসছেন সাকিব

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ২:৩২ অপরাহ্ণ

দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা মুক্ত হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাকিব। তাই এবার ভক্তদের জন্য একটা লাইভ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে লাইভে আসবেন এবং সেখানে ভক্তদের করা ১০টি প্রশ্নের উত্তর দিবেন।

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন সাকিব। তবে ইউটিউব লাইভ সেশনে আসার দিনক্ষণ এখনো জানাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ফেসবুকে তিনি লিখেছেন-

‘আসসালামু আলাইকুম। আমার প্রতি সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেখে আমি অভিভূত। তাই, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইউটিউব লাইভ সেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমি নিজে। যদি প্রশ্ন করতে চান আমাকে, দেরি না করে কমেন্টবক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নটি।’

‘কমেন্ট থেকে বাছাই করে ১০ জন কমেন্টকারীর প্রশ্নের উত্তর দেবো আমি। এই মুহূর্তে আমি ভাবছি শুধুই ক্রিকেটের মাঠে ফিরে আপনাদের প্রত্যাশা কিভাবে পূরণ করবো সেটা নিয়ে। সবার জন্য ভালোবাসা-সাকিব আল হাসান।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...