ফ্রান্সে এবার গ্রিক অর্থডক্স যাজকের ওপর বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ৫:১১ পূর্বাহ্ণ

ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের লিওন শহরে বন্দুক হামলায় আহত হয়েছেন একজন গ্রিক অর্থডক্স যাজক। বন্দুকধারীকে এখনো পলাতক।

পুলিশ জানায়, শনিবার একটি শটগান দিয়ে ওই যাজককে গুলি করে পালিয়ে যায় হামলাকারী। এএফপি জানিয়েছে ঘটনার সময় গির্জা বন্ধ করে ফিরছিলেন ওই যাজক। তার নাম প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে এই হামলা হয়। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, পরপর দুইবার গুলি করা হয় যাজককে। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে এই হামলার কথা জানিয়ে বলেন, এরইমধ্যে নিরাপত্তা বাহিনী ও জরুরি ব্যবস্থাপনাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। জনগণকে ওই এলাকা থেকে সরে যেতে বলেও সতর্ক করেছেন তিনি।

ঘটনা পর্যবেক্ষণে প্যারিসে ফিরছেন রুয়েন সফররত ফরাসী প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাস্টেক্স।

মাত্র দুই সপ্তাহ আগে এক ফরাসী শিক্ষককে শিরোচ্ছেদে হত্যা এবং গত বৃহস্পতিবার নিস শহরের একটি গির্জায় ছুরি হামলায় তিন জন নিহতের ঘটনায় ফ্রান্সজুড়ে উত্তেজনার মধ্যেই নতুন করে আবারো হামলার ঘটনা ঘটলো।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...