কানাডার কুইবেকে ছুরি হামলায় ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ৫:৫২ অপরাহ্ণ

কানাডার কুইবেক শহরে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজনের বেশি মানুষ।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার মাঝ রাতে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

কুইবেক সিটি পুলিশ এক টুইট বার্তায় লিখেছে, “রাত একটার কিছুক্ষণ আগে এসপিভিকিউ (কুইবেক সিটি পুলিশ ফোর্স) এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় অধিবাসীদের ঘরে থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। কেননা এ ঘটনার তদন্ত এখনো চলছে।”

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...