সব
স্বদেশ বিদেশ ডট কম
সরকারি হাসপাতালে ভর্তি হওয়া করোনা (কভিড-১৯) রোগীপ্রতি সরকার গড়ে ১৫ হাজার থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত খরচ করেছে।
রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সভায় কথা জানিয়ে বলেন, নামমাত্র ফি দিয়ে করোনা পরীক্ষা ও মহামারিতে মানুষ সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পেয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সম্পর্কে অংশীজনদের অবহিতকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্যমন্ত্রী সভাপতির বক্তব্যে দাবি করেন, সরকার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় মহামারিতে দেশের সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগের সব প্রস্তুতি ধরে রেখে কাজ করা হচ্ছে। ডেডিকেটেড হাসপাতালগুলো যেভাবে কাজ করেছে তা অব্যাহত রাখা হবে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ চলমান থাকবে। পিপিই দেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তা ভবিষ্যতেও মজুদ থাকবে।
সভায় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03