সব
প্রবাস ডেস্ক,
পর্তুগাল প্রবাসী ও পর্তুগাল আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ আব্দুল খালেকের (৬০) আকস্মিক মৃত্যু হয়েছে।
রোববার স্থানীয় সময় বিকেল ৬ টার দিকে রুয়া দো বেনফরমসোর নিজ ভাড়া বাসভবনে মাথার রক্তক্ষরণ জনিত রোগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার খনতাকাটা লক্ষীপুরা গ্রামে।
জানা যায়, ২০০৯ সাল থেকে এম এ আব্দুল খালেক পর্তুগালে বসবাস করেন। কিছুদিন পূর্বে পর্তুগালের নাগরিকত্বও পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ এম এ খালেক মাথার রক্তক্ষরণ ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।
পর্তুগালের আওয়ামীলীগ সভাপতি জহিরুল আলম জসিম, আওয়ামী লীগের স্থানীয় নেতারা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03