সব
আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন নির্বাচনের রাতে দলীয় সমর্থকদের নিয়ে স্থানীয় সময় দিবাগত রাতে হোয়াইট হাউসে পার্টি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র কালেইগ ম্যাকেনি বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্পের পার্টি ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আয়োজন করার পরিকল্পনা ছিলো। তবে করোনা হুমকির কারণে শহরটির মেয়র এই উৎসব বন্ধ করে দেন।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ডিসির মেয়র নগরীতে ৫০ জনের বেশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
এদিকে ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের পূর্ব কক্ষে ৪০০ জনের মতো অতিথি যোগ দিতে পারে, যা ওয়াশিংটন ডিসির আইনের কোনো বিষয় নয়।
এর আগে শুক্রবারে ট্রাম্প বলেছিলেন, ‘মেয়র নগরী বন্ধ করে দিয়েছেন। ফলে হোটেলে উৎসব করতে পারবেন কি না, এ নিয়ে তিনি নিশ্চিত নন। উৎসবের স্থল স্থানান্তর করার জন্য তিনি ভাবছেন।’
হোয়াইট হাউস এলাকা ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে। তবে নগরের মেয়রের নির্দেশ হোয়াইট হাউসের বেলায় প্রযোজ্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার দলীয় প্রচারে হোয়াইট হাউস ব্যবহার করেছেন। রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের সময়েও হোয়াইট হাউসের আঙিনা ব্যবহার করে সমাবেশ করেছেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03