জেলহত্যা দিবস উপলক্ষে ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ৫:০৭ অপরাহ্ণ

জেলহত্যা দিবস উপলক্ষে ডাক অধিদপ্তর ৫টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

এছাড়াও দিবসটি স্মরণে ৫ টাকা মূল্যমানের ৫টি স্মারক ডাকটিকিটের সমন্বয়ে একটি সিটলেট ও দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খামও প্রকাশ করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ মঙ্গলবার ঢাকায় তার দপ্তর থেকে স্মারক ডাকটিকেটের সমন্বয়ে সিটলেট ও উদ্বোধনী খাম অবমুক্ত এবং ডাটাকার্ড প্রকাশ করেন। এ উপলেক্ষে তিনি একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

মন্ত্রী জেলহত্যা দিবস স্মরণে স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ উপলক্ষে আজ একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জেল হত্যাকান্ড ইতিহাসের কেবলমাত্র আরও একটি পৈশাচিক ও বর্বোরোচিত ঘটনাই ছিল না, এটি ছিল জাতির পিতার নেতৃত্বে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে ধ্বংস করার জন্য দেশি-বিদেশি কুচক্রি মহলের ষড়যন্ত্রের ফসল।

মোস্তাফা জব্বার জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানের ভূমিকা তুলে ধরে বলেন, তাঁরা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরীক্ষিত রাজনৈতিক সহকর্মী। বঙ্গবন্ধু ও তার পরিবারের রক্তের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেননি বলেই ইতিহাসের মীরজাফররূপী খুনি মোস্তাক তাদের বাঁচতে দেয়নি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...