বিয়ের রাতে প্রেমিকের সাথে মেয়ের পালিয়ে যাবার কথা শুনে বাবার আত্মহত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ২:১৫ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের আগের রাতে প্রেমিকের সাথে পালিয়েছে মেয়ে আর সেই ক্ষোভে আত্মহত্যা করেছেন বাবা জাহাঙ্গীর। সোমবার ভোরে উপজেলার শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মেয়েটির নাম সাথী আক্তার (১৬) সে মাটিআটা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল। তার সঙ্গে একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া ছেলে মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন বাবা জাহাঙ্গীর।

বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে সর্ম্পকের কথা অস্বীকার করে মেয়ে সাথী। তবে এমন ঘটনা শোনার পর বিয়ের বয়স না হলেও তিনি মেয়ের বিয়ে দিতে উঠেপরে লাগেন। এসময় কোনো পছন্দ আছে কিনা তা মেয়ের কাছে জানতে চান বাবা জাহাঙ্গীর। কোন পছন্দ নেই এবং পরিবারের মতামতেই বিয়ে করবেন বলে জানান সাথী।

মেয়ের সম্মতি পেয়ে একই উপজেলার কুশারিয়া গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় সোমবার। কিন্তু বিয়ের ঠিক আগের রাতেই প্রেমিকের সাথে পালিয়ে যায় সাথী। লজ্জায় আর ক্ষোভে বাড়ির পাশে কাঠাঁল গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন বাবা জাহাঙ্গীর।

স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী বলেন, মেয়ের এমন ঘটনার কারণেই লজ্জায় ক্ষোভে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি। এদিকে ছেলে এবং মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানায় পরিবার।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আরিফুল হাসান বলেন, এ ঘটনায় কেউ বাদী হয়ে মামলা করেননি, অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...