সব
স্বদেশ বিদেশ ডট কম
লাখ-লাখ ভোট গণনা বাকি থাকতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নিজেকে জয়ী ঘোষণা করেছেন এবং সুপ্রিম কোর্টে যেতে চাইছেন, তাকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে জো বাইডেনের দল।
ডেমোক্র্যাট কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ টুইটে লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের এই আগাম দাবি অবৈধ, বিপজ্জনক এবং স্বৈরচারী।’
‘ভোট গণনা হোক। ফলাফলকে সম্মান দিন।’
আরেক প্রতিনিধি ইলহান ওমর বলেছেন, ‘ট্রাম্প বিপজ্জনক মানুষ। সে ভোট গণনা বন্ধ করতে পারবে না। এটা কোনো স্বৈরাচার নয়।’
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ট্রাম্প নিজের ভাষণে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে তাদের বঞ্চিত করার চেষ্টায় আছে একদল বাজে লোক।’
‘আমরা বড় ধরনের উদ্যাপনের জন্য প্রস্তুত ছিলাম। সব কিছুই জিতছিলাম। হঠাৎ থামিয়ে দেয়া হয়েছে।’
‘আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, সব ভোট বন্ধ রাখতে চাই।’
ট্রাম্প বলতে থাকেন, ‘আমরা সকাল চারটায় তাদের কোনো ব্যালট দেখাতে চাই না।’
‘সুপ্রিম কোর্টে যাব’ বলতে ট্রাম্প আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সিএনবিসি নিউজ বলছে, এই কথার অর্থ এখনো পরিষ্কার নয়।
নিউইয়র্ক টাইমস লিখেছে, তিনি আসলে বাকি ভোট গণনা বন্ধ করতে চান।
ট্রাম্পের দাবি, ‘এখন অবধি যত দূর জানি, তাতে আমিই জিতেছি। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
কিন্তু এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বাইডেন এগিয়ে। ফক্স নিউজ জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে ৪৫১টি ইলেক্টোরালের মধ্যে ২৩৮টি গেছে বাইডেনের ঘরে, ২১৩টি ট্রাম্প।
Developed by:
Helpline : +88 01712 88 65 03