সব
স্বদেশ বিদেশ ডট কম
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসাবে লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন।
লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি উগান্ডা, ইউকে, ভারত এবং ইউএসএ হতে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারী কর্তব্যে গমন করেন। তিনি ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র্যাবে যোগদান করেন। ওই বছরের ১৪ নভেম্বর র্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03