সিলেটে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ৩:০৩ পূর্বাহ্ণ

সিলেটের ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুল বারেকের বাড়ি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তার হঠাৎ মৃত্যুতে এলাকাসহ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...