হার্টবিট বাড়াচ্ছে মিশিগান : এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ৩:০৭ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি কে হাসবেন তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। ভোট গণনার শেষ পর্যায়ে চলছে টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মিশিগানে। সর্বশেষ তথ্য মতে মিশিগানে এগিয়ে রয়েছেন বাইডেন।

ইয়াহু নিউজের তথ্য মতে, বাংলাদেশের স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটের দিকে মিশিগান অঙ্গরাজ্যে মোট ভোটের ৯৪ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জো বাইডেন মিশিগানের ভোট পেয়েছেন ২৫ লাখ ১৮ হাজার ৯২৩টি। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৫ লাখ ৮৪৩ ভোট। বাইডেনের চেয়ে ১৮ হাজার ৮০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন ট্রাম্প। তবে এর কিছুক্ষণ আগেও এগিয়ে ছিলেন ট্রাম্প।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...