সব
আন্তর্জাতিক ডেস্ক,
প্রেসিডেন্ট না হয়েও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যে কোনও মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। ২০০৮ সালে গড়া বারাক ওবামার রেকর্ড ভেঙে বাইডেন ইতোমধ্যে প্রায় সাত কোটির বেশি ভোট পেয়েছেন। খবর সিবিএস নিউজের।
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রেকর্ড টার্নআউট দেখেছে। দেশটির যোগ্য নাগরিকদের মধ্যে এবারে ভোট দেওয়ার হার নিয়ে গড়া এক শতাব্দীরও বেশি সময় আগের রেকর্ড ভেঙে গেছে। এনবিসি নিউজের প্রজেকশন অনুযায়ী, এবারে অন্তত ১৫ কোটি ৯৮ লাখ মার্কিন নাগরিক ভোট দিয়েছে। এর ফলে দেশটির যোগ্য নাগরিকদের মধ্যে এবার ভোট দেওয়ার হার ৬৬ দশমিক ৭ শতাংশ। এর আগে দেশটির সর্বোচ্চ টার্নআউটের হার ছিলো ১৯০৮ সালে। সেবারে দেশটির ৬৫ শতাংশের বেশি যোগ্য নাগরিক ভোট দেয়।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নাগরিকের ভোট পেয়ে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা। ২০০৮ সালে তিনি ৬ কোটি ৯৪ লাখের বেশি ভোট পেয়ে ওই রেকর্ড গড়েন। তবে সবগুলো রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার আগে ইতোমধ্যেই সাত কোটি চার লাখের বেশি ভোট পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৭২ লাখের বেশি ভোট। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট এখনও নিশ্চিত করতে পারেননি এই ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।
উল্লেখ্য, গত নির্বাচনে পপুলার ভোটে হিলারি ক্লিনটনও ট্রাম্পের চেয়ে ৩০ লাখ বেশি ভোট পেলেও ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকায় নির্বাচিত হতে পারেননি। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী হোয়াইট হাউসে যেতে এখনো বাইডেনের আরো ৬টি ইলেকটোরাল ভোট প্রয়োজন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03