সব
স্বদেশ বিদেশ ডট কম
বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতিপ্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তির সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। করোনা সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।
বৃহস্পতিবার দূতাবাসের ফেইসবুক পেজের এক পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ওপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না।
কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এ নোটিশের আওতাভুক্ত হবে না।
এ ছাড়া জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে পোস্টে বলা হয়।
আজকের পরে ইস্যু করা ভিসাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশও এ নোটিশের আওতাভুক্ত হবে না।
দূতাবাস জানায়, স্থগিতাদেশটি কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ।
উল্লিখিত ব্যবস্থাগুলো পরিবর্তিত পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী যেকোনো পরিবর্তন সময়মতো জানিয়ে দেওয়া হবে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03