দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আরডার্ন

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ২:১০ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন জেসিন্ডা আরডার্ন। শুক্রবার তার ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয় বলে বার্তা সংস্থা এএফপি’র খবর।

১৭ অক্টোবর অনুষ্ঠিত নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় আরডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি।

ওয়েলিংটনে শুক্রবার আরডার্ন ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। ইংরেজির পাশাপাশি মাউরি ভাষায়ও শপথ পাঠ করেন তারা।

নারী ও মাউরি জনগোষ্ঠীর প্রাধান্যে গড়া নতুন মন্ত্রিসভা নিয়ে আরডার্ন বলেন, `তারা সম্মিলিতভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। তারা খুবই মেধাবী, অনেক অভিজ্ঞতাসম্পন্ন। যেকোনো সংকটে আপনারা তাদের পাবেন। দেশের সেবায় তাদের প্রতিশ্রুতি রয়েছে। ’

করোনাভাইরাসসহ নানা সংকট শক্ত হাতে মোকাবিলা করায় আরডার্নের জনপ্রিয়তা অনেক বেড়েছে। নির্বাচনেও তার প্রমাণ মিলেছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলে দেখা গেছে ৫০ শতাংশ ভোট পেয়েছেন আরডার্নের দল। পার্লামেন্টে ১২০টি আসনের মধ্যে তার দলের ঘরে গেছে ৬৫টি। বিরোধী দল ন্যাশনাল পার্টি পেয়েছে মাত্র ৩৩টি আসন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...