দুই ভুয়া যুগ্মসচিব গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১:৫৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো, আশরাফ আলী খান (৫২) আব্দুল কাদির আনোয়ার (৪৩)।

শুক্রবার সন্ধ্যায় গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মগবাজর এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে সাধারণ মানুষের সাথে পরিচিত হয়ে সখ্যতা গড়ে তোলেন। এরপর তারা নিজেদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব, ডিজি, বিভিন্ন প্রকল্পের পরিচালক, কখনো আবার এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তারা পরিচয় প্রদানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এভাবে টাকা হাতিয়ে নেয়ার কিছুদিন পর তারা আত্মগোপনে চলে যান। তাদের এমন ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ।

এডিসি মো. জুনায়েদ আলম সরকার আরো বলেন, প্রতারকরা করোনাকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে করোনা মহামারী সংক্রান্তে প্রণোদনা প্যাকেজ থেকে ১৫-২০ লাখ টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...