শাহরুখ-সালমান আবারো একসঙ্গে

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১:৫৮ পূর্বাহ্ণ

শাহরুখ খানের নতুন ছবি ‌‘পাঠান’-এ অতিথি চরিত্রে আসছেন সল্লু ভাই। ইতিমধ্যে ছবিটির লাইনআপ দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ জাগাতে সমর্থ হয়েছে। সিনেমায় খল-চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। থাকছেন দীপিকা পাড়ুকোনও। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

ভারতীয় পত্রিকা মুম্বাই মিররের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, শিগগিরই সিনেমায় অতিথি চরিত্রের জন্য দৃশ্যধারণে অংশ নেবেন সালমান।

বলিউডের এই দুই রথীর অতিথি চরিত্রে কাজ করাটা মোটেও নতুন নয়। এর আগে লাগাতার একই পর্দায় দুজনে এভাবে হাজির হয়েছেন।

শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে। অন্যদিকে সালমানের ‘হার দিল জো প্যায়ার কারেগা’ ও ‘টিউবলাইট’ ছবিতে হাজির হয়েছেন কিং খান।

সর্বশেষ শাহরুখের ‘জিরো’ ছবিতে হাজির হন ‘দাবাং’ খ্যাত এ তারকা। এছাড়াও ‌‘করণ-অর্জুন’, ‘দুশমন দুনিয়া কা’, ‘হাম তুমারে হ্যায় সনম’ ছবিতে প্রধান চরিত্রে দুজন একসঙ্গে অভিনয় করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...