হাউজফুল ফোরের নায়িকা ম্যালেরিয়ায় আক্রান্ত

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১০:৩১ পূর্বাহ্ণ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি খারবান্দা ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি ৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সেলফি দিয়ে কৃতি তার ক্যাপশনে লেখেন, ‘আমি ম্যালেরিয়াতে আক্রান্ত। চলতি বছরটি হয়তো অনেকের জন্যই ভালো যাচ্ছে না। তবে দয়া করে কেউ আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি ইতিমধ্যেই সেরে উঠছি। এখন অনেকটাই ভালো অনুভব করছি। গতকালের থেকে এখন আমার অবস্থা ভালো। আবার কাজে ফিরতে হবে, অপেক্ষা করছি। সবাই নিজের প্রতি যত্নবান হোন।আপনাদের ধন্যবাদ।’

‘রাজ রিবুট’ দিয়ে ইমরান হাশমীর বিপরীতে বলিউডে পা রাখার কৃতি খারবান্দা এ পর্যন্ত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে তার সবশেষ হিট সিনেমা ‘হাউজফুল’ সিরিজের চতুর্থ কিস্তি। বর্তমানে বিক্রান্ত মাসির বিপরীতে একটি সিনেমার শুটিং শুরু করার কথা চলছে কৃতির।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...