সবার প্রেসিডেন্ট হবার প্রতিশ্রুতি বাইডেনের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ১:২৫ পূর্বাহ্ণ

সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শনিবার রাতে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় প্রয়োজনীয় সংখ্যক ইলোকটোরাল ভোট নিশ্চিত হওয়ার পরপরই এক টুইট বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

টুইট বার্তায় তিনি বলেছেন, এই মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করায় সম্মানিত বোধ করছি। আমাদের সামনের কাজ কঠিন হবে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমেরিকার সবার প্রেসিডেন্ট হব— আমাকে আপনি ভোট দিয়েছেন কি দেননি, সেটা বিষয় নয়।

টুইটে তিনি বলেন, আমার ওপর যে আস্থা আপনারা রেখেছেন, তার প্রতিদান আমি দেব।

ডোনাল্ড ট্রাম্পের চার বছরের প্রেসিডেন্সির অবসান ঘটিয়ে হোয়াইট হাউজের কর্তৃত্ব নিতে যাচ্ছেন বাইডেন।

সেইসঙ্গে বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

জয়ের পর টুইটে এসেছে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া- আমরা পেরেছি, জো বাইডেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...