সব
স্বদেশ বিদেশ ডট কম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জানা গেছে, সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন।
দীর্ঘদিন একই দায়িত্বে থাকায় রুটিন ওয়ার্কেরই অংশ হিসেবে তাকে নতুন দপ্তরে বদলি করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03