অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৬ কর্মকর্তা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১২:৫০ অপরাহ্ণ

পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

‌সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৬ পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্বে) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্বে) এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি (অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি ((অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্বে) মো: কামরুল আহসান, বিশেষ শাখা(এসবি) এর ডিআইজি মো: মাজহারুল ইসলাম ও পুলিশ একাডেমী রাজশাহী, সারদার ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...