ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা বাইডেনের উপদেষ্টা!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১০:১৯ অপরাহ্ণ

ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া এক কর্মকর্তাকে উপদেষ্টা বানিয়েছেন বাইডেন। মূলত করোনাভাইরাস মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করতে যাওয়া উপদেষ্টা বোর্ড সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন বাইডেন।

আগামী ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ বোর্ড সদস্যরা মহামারী মোকাবেলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এ তালিকায় রয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইট।

ট্রাম্প প্রশাসন মহামারীর আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়।
এদিকে নির্বাচনী প্রচারকাল থেকে করোনা মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলে আসছেন বাইডেন। সোমবার বাইডেনের শিবির থেকে করোনা টাস্কফোর্সের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। এ তালিকায় রিক ব্রাইটকে রাখা হয়েছে।

বাইডেনের করোনা টাস্কফোর্সে থাকবেন সাবেক সার্জন জেনারেল ভিবেক মুর্থি, খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কেসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ড. মার্সেল্লা নানেজ-স্মিথ। এ ছাড়া আরও ১৩ সদস্যের মধ্যে থাকবেন কাউন্সিল অন ফরেন রিলেশন্সের গ্লোবাল হেলথবিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. লুসিয়ানা বোরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ড. জেকে এমানুয়েল।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...