সব
স্বদেশ বিদেশ ডট কম
সরাসরি নির্বাচিত মেয়র দ্বারা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পরিচালিত হবে কী না এসম্পর্কে বাসিন্দাদের মতামত জানার জন্য গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৯ নভেম্বর, সোমবার রাতে ক্ষমতাসীন লেবার গ্রুপের বিশেষ সভায় নির্বাহী মেয়র জন বিগস গণভোটের পক্ষে একটি প্রস্তাব উপস্থাপন করেন এবং বিশদ আলোচনা শেষে তা সংখ্যাগরিষ্ট ভোটে পাশ হয়।
লেবার গ্রুপের এই প্রস্তাবটি আসন্ন কাউন্সিল মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলেই আগামী বছরের মে মাসে অনুষ্ঠিতব্য লন্ডন মেয়র নির্বাচনের সাথে এই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে বর্তমান মেয়রাল পদ্ধতির বিপক্ষে বেশী ভোট পড়লে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পুনরায় লিডারশীপ পদ্ধতিতে ফিরে যাবে। আর পক্ষ জয়ী হলে বর্তমান মেয়রাল পদ্ধতি বহাল থাকবে।
এব্যাপারে মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, ১০ বছর আগে গণভোটের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস মেয়রাল পদ্ধতিতে গিয়েছিলো। এই এক দশকে এখানে অনেক কিছুই ঘটে গেছে। আমার মেয়াদের বেশীরভাগ সময়ই কেটেছে পূর্বসূরীর ক্ষতি সারিয়ে তুলতে।
আমি মনে করি, কোন শাসন পদ্ধতি ভাল তা আরেকবার যাচাই করে দেখার জন্য টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের এটাই সঠিক সময়। সর্বোপরি, আমাদেরকে সবার আগে সুশাসন ও জবাবদিহিতাকে প্রাধান্য দিতে হবে এবং টাওয়ার হ্যামলেটস পরিচালনায় আমরা যে ব্যবস্থাই গ্রহন করিনা কেন তা যেন এই কঠিন সময়কে মোকাবেলায় সহায়ক হয়।
Developed by:
Helpline : +88 01712 88 65 03