সব
স্বদেশ বিদেশ ডট কম
ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা, তবে কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার মৃত্যু হয়েছে আরো ৫৩২ জনের। যা গত ৬ মাসের মধ্যে সর্বাধিক। গতকাল সোমবার ছিলো ১৯৪ জন, রবিবার ছিলো ১৫৬ জন, শনিবার ছিলো ৪১৩ জন। মোট মৃতের সংখ্যা ৪৯ হাজার ৭৭০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৪১২ জন, জন। গত সোমবার ছিলো ২১, ৩৫০ জন রবিবার ছিলো ২০,৫৭২ জন, শনিবার ছিলো ২৪,৯৫৭ জন, শুক্রবার ছিলো ২৩,২৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ৭৭৫ জন। (সূত্র দ্যা সান)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩০০ জন, ওয়েলসে ২২ জন, স্কটল্যান্ডে ৩৯ জন ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
Developed by:
Helpline : +88 01712 88 65 03