সব
স্বদেশ বিদেশ ডট কম
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির সবথেকে বেশি মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খলিফা বিন সালমান আল খলিফা। বুধবার যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে তিনি মারা যান। সেখানেই চিকৎসধীন ছিলেন প্রধানমন্ত্রী।
তার মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাহরাইনে। এ সময় দেশটিতে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03