সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর ভূঁইয়াকে গ্রেফতারে পর সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। মুহুর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হতে থাকে আটকের কয়েকটি ছবি ও ভিডিও। কারা কোথা থেকে আকবরকে আটক করেছে এ নিয়ে চলে তুমুল তর্ক-বিতর্ক। কেউ বলছে পুলিশ, আবার কেউ বলছে খাসিয়ারা আকবরকে আটক করেছে।
এ ঘটনা নিয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ছড়ানো তথ্য জনমনে একদিকে নানা প্রশ্নের সৃষ্টি করছে, অন্যদিকে বিভ্রান্তিরও জন্ম নিচ্ছে।
আকবরকে আটকের পর ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওচিত্রে দেখা গেছে ভিন্ন দৃশ্য। এসব ভিডিওচিত্রে দেখা যায়- আকবর আটক হন ভারতীয় সীমান্তে। সেখানকার খাসিয়া আধিবাসীরা তাকে আটক করে। এরপর বাংলাদেশি এক ব্যক্তি তাকে দেশে এনে পুলিশের হাতে তুলে দেন।
এই ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর আকবরকে গ্রেপ্তার বিষয়ে পুলিশের দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। আকবরকে সাধারণ জনতা আটক করেছে, পুলিশ জনতার ক্রেডিট ছিনতাই করছে- এমন অভিযোগও করছেন কেউ কেউ।
তবে সিলেটের পুলিশ সুপার বলছেন, জেলা পুলিশ কারো ক্রেডিট ছিনতাই করেনি। বরং যারা এমন সমালোচনা করছেন তারা পুলিশের অর্জন ও পরিশ্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03