সব
স্বদেশ বিদেশ ডট কম
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন জিতলেও ফল মেনে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেননি তিনি।
তবে মার্কিন অঙ্গরাজ্য সরকারের নির্বাচনী কর্তৃপক্ষ জানায়, নির্বাচনে বড় ধরনের কোনো জালিয়াতি ও কারচুপির প্রমাণ পায়নি তারা। প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস জানায়, তারা ৪৫টি অঙ্গরাজ্যের নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করে। বড় ধরনের কোনো জালিয়াতির কথা জানাতে পারেনি রাজ্যগুলো।
৩ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার শুরু থেকেই ডাকযোগের ভোটে জালিয়াতি হতে পারে বলে আশঙ্কা জানিয়ে আসছিলেন। ভোটগ্রহণের দিন থেকে রিপাবলিকান শিবির নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি চুরির চেষ্টা করছে বলে বারবার অভিযোগ তুলেছে। যদিও নির্বাচনে জালিয়াতির অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনও প্রমাণ হাজির করতে পারেনি রিপাবলিকানরা।
মিশিগানের সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন নিউইয়র্ক টাইমসকে জানান, অঙ্গরাজ্যের অ্যাবসেন্টি ভোট ও ডাকযোগে পাওয়া ভোটের গণনা নিয়ে মামলা করার কথা বলেছে ট্রাম্পের প্রচার শিবির। তবে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো জালিয়াতি, কারচুপির অভিযোগ বা প্রমাণ তাদের কাছে নেই।
একইভাবে কানসাস অঙ্গরাজ্যের রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট স্কট সোয়াব জানান, ৩ নভেম্বরের নির্বাচনে কোনো ভোট জালিয়াতি, কারচুপি বা অনিয়ম তিনি প্রত্যক্ষ করেননি।
মিনেসোটার সেক্রেটারি অব স্টেট স্টিভেন সাইমন মার্কিন সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, একজন মানুষও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো বিতর্কে যাননি। তার মতে, কোথাও কোনো জালিয়াতি হয়নি।
৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি অঙ্গরাজ্যের নির্বাচনী অফিস থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন সংবাদমাধ্যমগুলো জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করে। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন আন্তর্জাতিক নেতাদের অভিনন্দনও পেয়েছেন।
যদিও আনুষ্ঠানিকভাবে হার স্বীকার করেননি ট্রাম্প। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আইনি পদক্ষেপের ঘোষণা দেন তিনি।
Developed by:
Helpline : +88 01712 88 65 03