সব
বিনোদন ডেস্ক,
পশ্চিমবঙ্গের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে গেল কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নন ফিকশন থেকে বাদ পড়া নিয়ে নানারকম গুঞ্জনই ছড়িয়েছে এরইমধ্যে। অন্য দিকে নতুন কাজ শুরু করা নিয়ে তোড়জোড় করছেন এই অভিনেত্রী।
নতুন খবর হলো, অভিনয়ের বাইরে এবার পরিচালনায় আসতে চলেছেন শ্রীলেখা। আগামী মাসেই ওয়েব ফিল্ম পরিচালনা করতে যাচ্ছেন তিনি। শ্রীলেখা বলেন, ‘আমারই লেখা গল্প, সাইকোলজিক্যাল থ্রিলার। ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ।’
পরিচালনার পাশাপাশি ওয়েব ফিল্মটিতে অভিনয়ও করবেন তিনি বলে জানান। এছাড়াও অভিনয় অভিনয় করবেন ভারত কল, চান্দ্রি মুখোপাধ্যায় প্রমুখ।
শ্রীলেখা আরও বলেন, ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাইনি। খামখেয়ালি স্বভাবের জন্য মাঝে মাঝে দূরে থাকি। এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে আমার।
Developed by:
Helpline : +88 01712 88 65 03