রেকর্ড সংখ্যক করোনা রোগী যুক্তরাষ্ট্রের হাসপাতালে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ৪:৫০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ আবার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের প্রথম ১০ দিনে ১০ লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। সূত্রের খবর, যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার (১০ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

যুক্তরাষ্ট্রে নভেম্বরের শুরু থেকে প্রতিদিনই নতুন সংক্রমণের সংখ্যা এক লাখের বেশি। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মঙ্গলবার রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ইলিনয়ে ১২ হাজার ৬০০ জনের বেশি, টেক্সাসে ১০ হাজার ৮০০ এবং উইসকনসিনে সাত হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল দুই হাজার ২০০-এর নিচে। তবে কিছু গবেষকের অনুমান, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে দেশটির সামগ্রিক মৃত্যুর সংখ্যা প্রায় চার লাখ ছাড়িয়ে যাবে। দেশটিতে এখন মৃত্যুর সংখ্যা প্রায় দুই লাখ ৪০ হাজার।
এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী,গতকাল বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৫০ জনে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে তিন কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৮৯ ব্যক্তি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...