১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দেশে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতকালীন ছুটি শুরু হয়। ফলে নতুন পর এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পাঠ কার্যক্রম শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে, সর্বশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ই নভেম্বর পর্যন্ত ছুটি ছিল। বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ১৭ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...