প্রাইভেটকারের ধাক্কায় ইতালিতে বাংলাদেশি যুবক নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ৫:১১ অপরাহ্ণ

ইতালিতে প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসিন মিয়া সোহাগ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রাজধানী রোমের মস্তেভেরদে নামক স্থানে গত রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শেরপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, কেনাকাটা করে বাসায় ফিরছিলেন ইয়াসিন। রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত ইয়াসিন প্রায় ৭-৮ বছর যাবৎ ইতালিতে প্রবাসী হিসেবে ছিলেন। সেখানে তার এক ভাই ও বোন তাদের পরিবার নিয়ে বসবাস করছেন।

ইয়াসিন ২ বছরের একটি কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে ইতালির ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...