আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা আসিফ বসরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ৬:২০ অপরাহ্ণ

হিমাচল প্রদেশের ধর্মশালার একটি প্রাইভেট গেস্ট হাউস থেকে উদ্ধার করা হল বলি অভিনেতা আসিফ বসরা দেহ। পুলিশ ও ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ঝুলন্ত অবস্থায় ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

ভারতের সংবাদসংস্থা এএনআই পুলিশ কর্মকর্তা বিমুক্ত রঞ্জনকে উদ্ধৃত করে জানিয়েছে, বলিউড অভিনেতা আসিফ বসরাকে ধর্মশালার একটি বেসরকারি কমপ্লেক্সে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

প্রাথমিক তদন্ত বলছে, আত্মহত্যা করেছেন আসিফ। সম্প্রতি আসিফ বসরা থ্রিলার সিরিজ ‘পাতাল লোক’ এ অভিনয় করেছিলেন। এছাড়া বেশ কয়েকটি বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। ‘পারজানিয়া’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’তেও অভিনয় করেছিলেন এই অভিনেতা।

উল্লেখ্য, চলতি বছরে জুনের মাঝামাঝি বলিউডের এ লিস্টেড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবরে তোলপাড় হয় বলিউড। তার মৃত্যুতে বলিউডে মাদকযোগ ও নেপোটিজম নিয়ে বিদ্ধ হয় ভারতের সবচেয়ে বড় এই চলচ্চিত্র জগত। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...