সব
স্বদেশ বিদেশ ডট কম
আইপিএলের ১৩তম আসর শেষ হতে না হতেই আগামী বছর অর্থাৎ ২০২১ সালের আসর নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতের মাটিতেই আইপিএলের ১৪তম আসরের আয়োজন করতে চায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বিসিসিআই।
এ আলোচনার মধ্যেই বাতাসের গুঞ্জন-আট দলের জায়গায় ২০২১ আইপিএল হতে পারে ৯ দলের। গুজরাট থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দল খেলতে পারে সামনের আসরে। সেই ফ্র্যাঞ্চাইজির হোমগ্রাউন্ড হতে পারে মোতেরা।
উল্লেখ্য, ২০১৬ ও ২০১৭- এ দুই মৌসুমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে দুটি দল আইপিএলে খেলেছিল। সেখান থেকে গুজরাটের দলকে টুর্নামেন্টে অংশ নেয়ারও পরিকল্পনা চলছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03