হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচ মার্কিন সৈন্যসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ৪:০২ পূর্বাহ্ণ

মিসরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচ মার্কিন সৈন্যসহ সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার সিনাই উপত্যকার অবসরযাপন শহর শারম আল-শেখের কাছে বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক বাহিনী ও পর্যবেক্ষকদের (এমএফও) বহন করছিলো।

এমএফও’র বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর পাঁচজন, ফ্রান্সের একজন এবং চেক রিপাবলিকের একজন সদস্য রয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য হেলিকপ্টার বিধ্বস্তে বেঁচে গেছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি একটি সূত্র বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। হেলিকপ্টারটি আক্রান্ত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনও ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি।

বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি এমএফও। নিয়মিত মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেখানে কাজে নিয়োজিত ছিলো বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...