সব
স্বদেশ বিদেশ ডট কম
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টাফ প্রধান হিসেবে বুধবার তার পছন্দের প্রার্থী রন ক্লেইনের নাম ঘোষণা করেছেন। তিনি একজন পরীক্ষিত ডেমোক্রেটিক সক্রিয় কর্মী। হোয়াইট হাউসের স্টাফ নির্বাচনের ক্ষেত্রে এটি বাইডেনের প্রথম ব্যক্তিগত পছন্দ।
নতুন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, রন অনেক বছর ধরে আমার কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। আমরা এক সঙ্গে কাজ করেছি। আর এই কাজের মধ্য দিয়েই আমি তার কাজের অভিজ্ঞতার প্রমাণ পেয়েছি।
বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বপালন করার সময় তার স্টাফ প্রধান হিসেবে কাজ করেন ৫৯ বছর বয়সী রন।
বাইডেন বলেন, রাজনৈতিক অঙ্গনের সকল ক্ষেত্রে মানুষের সাথে সঠিকভাবে কাজ করার রনের গভীর ও বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। হোয়াইট হাউসের এমন একজন স্টাফ প্রধান আমার প্রয়োজন। আমরা দেশের এই সংকটময় মুহূর্ত মোকাবিলা করে আমাদের দেশকে আবার এক সাথে এগিয়ে নিয়ে যাবো। সূত্র : এএফপি
Developed by:
Helpline : +88 01712 88 65 03