এবার র‌্যাব প্রধান করোনায় আক্রান্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ণ

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‌্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।

বৃহস্পতিবার র‌্যাবের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র‌্যাব-প্রধানের আক্রান্ত হওয়ার খবর জানান।

তিনি বলেন, আপনারা জানেন তিনি (মামুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর জন্য এই অনুষ্ঠানে আসতে পারেননি।

র‌্যাব-প্রধান রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ আছেন বলে গণমাধ্যমকে জানান র‌্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।

তিনি বলেন, র‌্যাব-প্রধান আবদুল্লাহ আল- মামুন বুধবার নমুনা পরীক্ষা করালে তার সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার উনাকে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভালোই আছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...