ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস অনুষ্ঠিত

নূরুন্নবী আলী, লন্ডন,

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ৫:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারের উন্নয়নের অন্যতম অগ্রাধিকার খাত ডিজিটাল বাংলাদশের তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশের মেডিকেল শিক্ষার্থীদের গবেষণাধর্মী কাজে আরো ব্যাপক পরিসরে অংশগহন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চতুর্থবারের মতো আয়োজিত হয়ে গেল বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস (বিমসকন)- ২০২০

বিশ্ব মহামারীর কারণে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন ( আই এফ এম এস এ ) বাংলাদশের সার্বিক তত্ত্বাবধানে গত ৫ – ৮ নভেম্বর ২০২০ তারিখে প্রথম বারের মতো আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কনফারেন্স ! বিমসকন – ২০২০ ভার্চুয়ালের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ; Health care in pandemic integration of clinical approach with Research and Public health education বাংলাদেশ সহ সারা বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীগণ চারদিন ব্যাপী এই সম্মেলনে অংশগ্রহন করেন ! বিমসকনের অফিসিয়াল ওয়েব সাইড www.bimsscon.org

আন্তর্জাতিক এই কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদশের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাঃ এ বি এম আবদুল্লাহ । বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডঃ শারমিন ইয়াসমিন, ডঃ ফিরোজ কাদের, ডঃ ফাতেমা আশরাফ সহ অনেকে । চারদিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে মোট ৩২ টি চিকিৎসা বিষয়ক কর্মশালা, ক্যারিয়ার আলোচনা, সায়েন্টিফিক পেপার উপস্থাপন, ফটোগ্রাফি. ভিডিও গ্রাফি প্রতিযোগিতা, কুইজ সহ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভার্চুয়াল সাংস্কৃতিক অনূষ্ঠান ।

বিমসকন ২০২০ কংগ্রেস পার্টনার হিসেবে ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, আইমেড, কনফারেন্স পর্তুগাল, জুভেন্টস প্রো মেডিসিন , ইন্ডিয়ান অটিজম সেন্টার , এইমস মিটিং সহ অনেক আন্তর্জাতিক সংগঠন । বিমসকনের মিডিয়া স্পন্সর যমুনা টিভি, দ্য ডেইলি ষ্টার এবং অফিসিয়াল স্পনসর ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ও এসি আই লিমিটেড ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...