ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের উন্নয়নের অন্যতম অগ্রাধিকার খাত ডিজিটাল বাংলাদশের তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশের মেডিকেল শিক্ষার্থীদের গবেষণাধর্মী কাজে আরো ব্যাপক পরিসরে অংশগহন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চতুর্থবারের মতো আয়োজিত হয়ে গেল বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস (বিমসকন)- ২০২০

বিশ্ব মহামারীর কারণে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন ( আই এফ এম এস এ ) বাংলাদশের সার্বিক তত্ত্বাবধানে গত ৫ – ৮ নভেম্বর ২০২০ তারিখে প্রথম বারের মতো আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কনফারেন্স ! বিমসকন – ২০২০ ভার্চুয়ালের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ; Health care in pandemic integration of clinical approach with Research and Public health education বাংলাদেশ সহ সারা বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীগণ চারদিন ব্যাপী এই সম্মেলনে অংশগ্রহন করেন ! বিমসকনের অফিসিয়াল ওয়েব সাইড www.bimsscon.org

আন্তর্জাতিক এই কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদশের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাঃ এ বি এম আবদুল্লাহ । বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডঃ শারমিন ইয়াসমিন, ডঃ ফিরোজ কাদের, ডঃ ফাতেমা আশরাফ সহ অনেকে । চারদিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে মোট ৩২ টি চিকিৎসা বিষয়ক কর্মশালা, ক্যারিয়ার আলোচনা, সায়েন্টিফিক পেপার উপস্থাপন, ফটোগ্রাফি. ভিডিও গ্রাফি প্রতিযোগিতা, কুইজ সহ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভার্চুয়াল সাংস্কৃতিক অনূষ্ঠান ।

বিমসকন ২০২০ কংগ্রেস পার্টনার হিসেবে ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, আইমেড, কনফারেন্স পর্তুগাল, জুভেন্টস প্রো মেডিসিন , ইন্ডিয়ান অটিজম সেন্টার , এইমস মিটিং সহ অনেক আন্তর্জাতিক সংগঠন । বিমসকনের মিডিয়া স্পন্সর যমুনা টিভি, দ্য ডেইলি ষ্টার এবং অফিসিয়াল স্পনসর ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ও এসি আই লিমিটেড ।

[১] [২] [৩]