হলিউডের ছবিতে ভিন্ন লুকে প্রিয়াঙ্কা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১০:৪২ অপরাহ্ণ

নেটফ্লিক্সের সুপারহিরো সিনেমা ‘উই ক্যান বি হিরোস’-এ প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক প্রকাশ করলেন অভিনেত্রী নিজেই। যেখানে ভিন্ন লুকে তিনি নজর কেড়েছেন সবার। হলিউডের নির্মাতা রবার্ট রড্রিগেজ পরিচালিত সিনেমাটি আগামী ইংরেজি নববর্ষে নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামে নিজের ফার্স্ট লুক প্রকাশ করে ‘দেশি গার্ল’লেখেন, এটি শিশুতোষ সিনেমা। এ ঘরানার আরও সিনেমা বানিয়েছেন নির্মাতা রবার্ট। আমার চরিত্রটির জটিল জগতকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এ বিষয়ে আরও জানা যাবে শিগগিরই।

প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায়, সাহসী ভঙ্গিমায় ল্যাবরেটরি থেকে বের হচ্ছেন তিনি। বোঝাই যাচ্ছে, রবার্টের সুপারহিরো সিনেমায় এক সাহসী নারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে থাকছে ভিনগ্রহবাসীদের আগ্রাসনের কাহিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...