হেফাজতে ইসলামের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়।

এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

এর আগে সকালে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সম্মেলন শুরু হয়। শুরুতেই হেফাজতে ইসলামের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সম্মেলনে রয়েছেন- আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হকসহ ৪০০ প্রতিনিধি।

এদিকে সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানি ও তার অনুসারীরা। তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটি অবৈধ।

[১] [২] [৩]