কোয়ারেন্টাইনে স্পেনের রাজা ফিলিপ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১০:৩২ পূর্বাহ্ণ

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ কোয়ারেন্টাইনে রয়েছেন। সোমবার প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন যার পরে করোনা শনাক্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এখন থেকে তিনি স্বাস্থ্যবিধি মেনে প্রতিরোধমূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। আগামী ১০ দিনের জন্যে ৫২ বছর বয়সী রাজা সকল সরকারি কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

রাণী লেতিজিয়া এবং এই দম্পতির দুকন্যা লিওনর ও সোফিয়া সম্ভবত তাদের স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাবেন।

বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেনও রয়েছে। দেশটিতে ১৬ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং ৪৩ হাজারেরও বেশি লোক এ পর্যন্ত মারা গেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...