হোয়াইট হাউজকেও পাশে পেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ২:২০ পূর্বাহ্ণ

হোয়াইট হাউজ আন্তরিকতার সঙ্গেই ট্রানজিশনে সহায়তা করছে বলে জানিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এনবিসি নিউজকে এক স্বাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, এখন পর্যন্ত ট্রানজিশনে আন্তরিকতার সঙ্গে সার্বিক সহায়তা করে যাচ্ছে হোয়াইট হাউজ । বিশ্বাস করি এ পরিস্থিতি শেষ পর্যন্তও বদলাবে না।

এ দিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে দেখা যায়, বাইডেন আরো বলেন, তার সঙ্গে এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের কোনও ধরণের কথা হয়নি। এমনকি তিনি ফোন করে অভিনন্দনও জানাননি। তবে এজন্য পালাবদল প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না বলেও মনে করেন বাইডেন।

তিনি মনে করেন, হাতে যে ২ মাস সময় আছে তা আসলে যথেষ্ঠর চেয়েও বেশি।

শুরু থেকে আনুষ্ঠানিক ক্ষমতার পালাবদলে রাজি ছিলেন না ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তিনি হার স্বীকার করে এই ব্যাপারে রাজি হয়েছেন। ফলে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে পালাবদল প্রক্রিয়া।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...